ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ এমপিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ব্রিটিশ এমপিকে গুলি করে হত্যা

ঢাকা: ইংল্যান্ডে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন জো কক্স নামে ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্য।

বৃহস্পতিবার ( জুন ১৬) উত্তরাঞ্চলীয় লিডস শহরের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে গুলিবিদ্ধ হন লেবার পার্টি থেকে নির্বাচিত ওই সংসদ সদস্য।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, ব্রিস্টলে একটি বৈঠক করার প্রস্তুতি নেওয়ার সময় হামলার শিকার হন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে বেশকয়েকবার গুলি করা হয় এবং ছুরি দিয়ে আঘাত করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এ হামলার ঘটনায় ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

৪১ বছর বয়সী দুই সন্তানের জননী কক্স ২০১৫ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি।

জো’র মৃত্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছেন লেবার পার্টি নেতা জেরেমি করবিন ।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জুন ১৬, ২০১৬/আপডেট: ০১৫৩
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।