ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরো-২০১৬

স্টেডিয়ামে পদদলিত হয়ে ফুটবল ভক্তের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৬
স্টেডিয়ামে পদদলিত হয়ে ফুটবল ভক্তের মৃত্যু ছবি-সংগৃহীত

ঢাকা: অনেক উচ্ছ্বাস আর দেশের প্রতি ভালোবাসা নিয়ে ফ্রান্সের লিয়ন শহরের স্টেডিয়ামে ইউরো-২০১৬’র ফুটবল খেলা দেখতে এসেছিলেন ৬০ বছর বয়সী উত্তর আয়ারল্যান্ডের একভক্ত ও সমর্থক।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে টানটান উত্তেজনার মধ্যদিয়ে ইউক্রেন-উত্তর আয়ারল্যান্ডের মধ্যে খেলা চলার সময় হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে তিনি প্রাণ হারান।

শুক্রবার (১৭ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে উত্তর আয়ারল্যান্ড ২-০ গোল ব্যবধানে জয় লাভ করে। খেলার ২৪ মিনিটের সময় গ্যালারিতে উত্তেজিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ওই ভক্ত পদদলিত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় জরুরি সেবাকেন্দ্রে নেওয়া তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

এর আগে গত রোববার (১২ জুন) ড্যারিন রডগার্স নামে ২৪ বছর বয়সী উত্তর আয়ারল্যান্ডের অপর এক ভক্ত খেলা দেখতে এসে মারা যান।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।