ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওরল্যান্ডোর পরও অস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষেই মার্কিন সিনেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৬
ওরল্যান্ডোর পরও অস্ত্র নিয়ন্ত্রণের বিপক্ষেই মার্কিন সিনেট ছবি- সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে উত্থাপিত চারটি বিল বাতিলের বিপক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান দল নিয়ন্ত্রিত মার্কিন সিনেট।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওরল্যান্ডোর ‘পলস’ নাইটক্লাবে মতিন নামের এক বন্দুকধারীর হামলায় নিহত হন ৪৯ জন।

এর পরপরই দেশটিতে অস্ত্রের অবাধ ব্যবহার নিয়ে নানা প্রশ্ন উঠলে নড়েচড়ে বসে ওবামা প্রশাসন।  

সোমবার (২০ জুন) দেশটির সিনেটে এ নিয়ে ভোটাভুটি হয়। সেখানে অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে রিপাবলিকান ও ডেমোক্রাট দলের সিনেটররা দু’টি করে মোট চারটি প্রস্তাব রাখেন।  

অস্ত্র বিক্রির আগে এমনকি অস্ত্র প্রদর্শনীর সময় ক্রেতাদের সম্পর্কে তথ্য জানার প্রস্তাবের পাশাপাশি সন্দেহভাজন জঙ্গিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার প্রস্তাব দেন দুই ডেমোক্র্যাট সিনেটর।  

অপরদিকে জঙ্গির তালিকায় থাকা সন্দেহভাজনদের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে সাবধানতা অবলম্বন ছাড়াও অস্ত্র প্রদর্শনীর দুর্বলতা বন্ধের প্রস্তাব আনেন দুই রিপাবলিকান সিনেটর।  

ডেমোক্র্যাট সিনেটরদের আনা প্রস্তাবের বিপক্ষে বেশি ভোট পড়লেও রিপাবলিকান সিনেটরদের প্রস্তাব দু’টির পক্ষে বেশি ভোট পড়ে। কিন্তু তারপরও বিলটি পাসের জন্য প্রয়োজনীয় ৬০ জনের সমর্থন পেতে ব্যর্থ হন রিপাবলিকান সিনেটররা।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ২১, ২০১৬
আরএইচএ‍/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।