ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর বিদ্রোহী নেতার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জুন ২২, ২০১৬
যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর বিদ্রোহী নেতার কারাদণ্ড

ঢাকা: যুদ্ধাপরাধ ও যৌন নিগ্রহের দায়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সবেক বিদ্রোহী নেতা জিন পেয়েরে বেম্বার ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক আদালত (আইসিসি) । মঙ্গলবার (২১ জুন) তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

 

মঙ্গলবার (২১ জুন) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

 

২০০২ ও ২০০৩ সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে যুদ্ধাপরাধ কর্মকাণ্ড ঘটানোর দায়ে দোষী সাব্যস্ত হন বেম্বা। তার বিরুদ্ধে অনুসারী বিদ্রোহীদের ধর্ষণ ও হত্যা ঠেকাতে না পারার অভিযোগ প্রমাণিত হয়।

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক আদালতের বিচারক সিলভিয়া স্টেইনার বলেন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) পাঠানো তার বিদ্রোহী গ্রুপকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি বেম্বা। সেখানে তারা হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের মতো মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। এক হাজার বিদ্রোহী যোদ্ধাকে মধ্য আফ্রিকায় পাঠান বেম্বা। প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাঙ্গি ফেলিক্স পাতাসেকে সাহায্যের জন্য বেম্বা তার অনুসারীদের দেশটিতে পাঠান।

বেম্বার বিরুদ্ধে দেওয়া রায়ে আইসিসি এই প্রথম ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে বিবেচনায় নিলেন। এছাড়া অন্যদের দ্বারা সংঘটিত অপরাধের দায়ে নির্দেশকারী নেতাকে এই প্রথম সাজা দিলেন আইসিসি।

এদিকে, বেম্বার আইনজীবীরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, জুন ২২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।