ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের চার রাজ্যে বজ্রপাতে ৯৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
ভারতের চার রাজ্যে বজ্রপাতে ৯৩ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের চার প্রদেশে মুষলধারে বৃষ্টির সময়  বজ্রপাতে কমপক্ষে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

নিহতদের মধ্যে বেশির ভাগই খামারে কাজ করা অবস্থায় মারা যান বলে বৃহস্পতিবার (২৩ জুন) জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়,  নিহতদের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে বিহারে। আর বাকি ৩৭ জন মারা গেছেন তিন রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ডে।
বিহার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

২১ জুন সন্ধ্যা থেকে বিহারসহ এসব রাজ্যে তুমুল বৃষ্টি হচ্ছে। আর ভারতে বর্ষা মৌসুমে প্রায়ই মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।