ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ’তে থাকার প্রশ্নে গণভোট চলছে ব্রিটেনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
ইইউ’তে থাকার প্রশ্নে গণভোট চলছে ব্রিটেনে

ঢাকা: ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) ব্রিটেনের থাকা না থাকার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে ব্রিটেনে এই গণভোটগ্রহণ শুরু হয়েছে।

২৮টি দেশের সমন্বয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে যাবে, নাকি ইউরোপীয় সংহতির পক্ষেই মত দেবে ব্রিটেনের জনগণ তা এই ভোটের মাধ্যমে নির্ধারণ করবে।

৪ কোটি ৬০ লক্ষাধিক ভোটার এই ভোটে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ১৯৭৩ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছিলো। দীর্ঘদিন এই জোটে থাকার পর সম্প্রতি জোট থেকে বেরিয়ে আসার জোর দাবি উঠেছে।

শরণার্থী সংকট, অভিবাসন নীতি, ঐতিহ্য রক্ষার তাগিদ, অর্থনৈতিক নীতিসহ বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার দাবি আরও জড়ালো হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ভোটের ফল জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

** যুক্তরাজ্যের ভবিষ্যত নির্ধারণে গণভোট

বাংলাদেশ সময়: ১৬০৫  ঘণ্টা, জুন ২৩, ২০১
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।