ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তিতে সই  করলো কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
যুদ্ধবিরতি চুক্তিতে সই  করলো কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহীরা

ঢাকা: অবশেষে পাঁচ দশকের বেশি সময় ধরে কলম্বিয়া সরকার ও দেশটির ফার্ক বিদ্রোহীগোষ্ঠীদের চলা যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে।  

বৃহস্পতিবার (২৩ জুন) যুদ্ধবিরতি বিষয়ক এক ঐতিহাসিক চুক্তিতে সই করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টোস ও ফার্কের নেতা টিমোচেনকো।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যমগুলো জানায়, কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যকার যুদ্ধের অবসান ঘটতে এখন মাত্র আর কিছুটা পথ বাকি। হয়তো তা এক সপ্তাহের মধ্যে হতে পারে। এই এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত চুক্তিতে সই করবে উভয়পক্ষ।

প্রায় তিন বছর আগে এ শান্তিচুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়। নানা কারণে বিষয়টি সাফল্যের মুখ না দেখলেও সম্প্রতি দেশটির সরকার ও বিদ্রোহীগোষ্ঠী একটি সমঝোতায় আসে।

এদিকে সরকার ও বিদ্রোহীগোষ্ঠী ফার্কের মধ্যে গৃহযুদ্ধে দেশটিতে এখন পর্যন্ত অন্তত দুই লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে অন্তত ৭০ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।