ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চলছে হাড্ডাহাড্ডি, পাল্লা হেলে ব্রেক্সিটে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
চলছে হাড্ডাহাড্ডি, পাল্লা হেলে ব্রেক্সিটে

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে ( ইইউ) থাকার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের ভোট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে থাকার পক্ষে ও বিপক্ষে শিবিরের মধ্যে।

শুক্রবার ( জুন ২৪) সকালে ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ লাখ ভোটে এগিয়ে রয়েছে ব্রেক্সিট (ব্রিটিশ এক্সিট) পন্থীরা।

এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটে ব্রেক্সিটপন্থীরা ৫১.৬ শতাংশ ভোট পেয়েছে। আর ইইউপন্থীরা পেয়েছে ৪৮.৪ শতাংশ ভোট।

ইংল্যান্ডের গ্রামাঞ্চল ও ওয়েলসের ভোটাররা ব্রেক্সিটের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছেন।

স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে ভোট সমান সমান পড়লেও লন্ডনবাসীরা ইইউতে থাকার প্রশ্নে ব্যাপকভাবে ভোট দিয়েছেন।

এদিকে ভোট গণনায় ব্রেক্সিটের পক্ষে পাল্লা হেলে পড়তে থাকায় দর কমতে শুরু করেছে ব্রিটিশ পাউন্ডের।

ভোট গণনায় এখনই কোনো চূড়ান্ত ফলাফলের আভাস পাওয়া না গেলেও শেষ পর্যন্ত ব্রেক্সিটপন্থীরাই জয়লাভ করবেন বলে ধারণা করছেন ভোট বিশেষজ্ঞরা।

এ ব্যাপারে ভোট বিশেষজ্ঞ জন কার্টিস বলেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়া পন্থীরাই শেষ পর্যন্ত মনে হচ্ছে জয়লাভ করবে।

ইইউ’তে থাকার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত, চলছে গণণা

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।