ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারির জন্য মাঠে থাকবেন স্যান্ডার্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
হিলারির জন্য মাঠে থাকবেন স্যান্ডার্স

ঢাকা: আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য নির্বাচনী মাঠে থাকবেন বলে জানিয়েছেন দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়া বার্নি স্যান্ডার্স।

এক টেলিভিশন সাক্ষাৎকারে স্যান্ডার্স তার এই সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন।

শুক্রবার (২৪ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানায়।

ওই সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স বলেন, ‘হ্যাঁ, আমি তাকে সমর্থন করি এবং তার পাশে থেকে সহযোগিতা করবো। ’

অবশ্য হিলারিকে সমর্থন ও সহযোগিতার কথা নতুন নয় স্যন্ডার্সের। এর আগেও দলীয় মনোনয়নের জন্য প্রার্থিতার দৌড় থেকে ছিটকে পড়েও স্যান্ডার্স রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় হিলারিকে সবোর্চ্চ সহযোগিতার ঘোষণা দেন।

স্যান্ডার্স এ বিষয়ে বলেছিলেন, ‘হিলারির সব বিষয়ে আমি একমত নই, তবে ট্রাম্পকে ঠেকাতে আমরা এক হয়ে কাজ করবো। ’

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।