ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুই বছর পর আইএস ‘মুক্ত’ ফালুজা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
দুই বছর পর আইএস ‘মুক্ত’ ফালুজা

ঢাকা: ইরাকের আনবার প্রদেশের বহুল আলোচিত শহর ফালুজা এখন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস মুক্ত-এমন দাবি করেছে দেশটির সেনাবাহিনী।  

রোববার (২৬ জুন) আব্দুল ওয়াহাব আল-সাদি নামে এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

আল-সাদি বলেন, ফালুজায় আইএসের সর্বশেষ ঘাটিটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন ফালুজা সম্পূর্ণ মুক্ত।

এর আগে চলতি মাসে আইএসের থেকে ফালুজা পুনর্দখলের সংবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। এরপর থেকে আইএসের বিরুদ্ধে অভিযান চালাতে থাকে দেশটির সেনাবাহিনী।  

এ সময় ধীরে ধীরে আইএসের থেকে ফালুজার বিভিন্ন এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকেন তারা।

এদিকে বিগত কয়েক সপ্তাহ ধরে আইএসসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে আসছিলো ইরাকি বাহানী।

২০১৪ সালে ফালুজা শহর দখলে নেয় আইএস। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নেওয়ার কয়েক মাস আগে ফালুজা দখল করেছিলো জঙ্গি সংগঠনটি।

মাস খানেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় শহরটি পুনর্দখলের অভিযান শুরু করে ইরাকি বাহিনী। দেশটির রাজধানীর বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে সুন্নি অধ্যুষিত শহর এই ফালুজা।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
আরএইচএস/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।