ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাদাগাস্কারে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
মাদাগাস্কারে স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ২

ঢাকা: মাদাগাস্কারের রাজধানী আন্তঙানারিভোতে অবস্থিত মাহামাসিনা স্টেডিয়ামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন।

রোববার (২৬ জুন) দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তাৎক্ষণিক এক বিবৃতিতে বিস্ফোরণের ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে অবিহিত করেছেন ওই কর্মকর্তা। দেশটির জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরআগে ওই স্টেডিয়ামে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
আরএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।