ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে তুরস্ক, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে তুরস্ক, দাবি রাশিয়ার

ঢাকা: গত বছরের নভেম্বরে তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ান যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় মস্কোর কাছে ক্ষমা প্রার্থনা করেছে আঙ্কারা। আর এই দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান এই ক্ষমা চেয়েছেন বলে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ দাবি করেন। সোমবার (২৭ জুন) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। তবে এ বিষয়ে তুরস্ক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রুশ মুখপাত্র জানান, এরদোগান তার বার্তায় ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।

গত বছরের ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান এসইউ-২৪ গুলি করে ভূপাতিত করে তুরস্কের বিমান বাহিনী। এ ঘটনায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে তুরস্কের সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। এমনকি তার্কিশদের জন্য প্যাকেজ ট্যুরও বাতিল করে মস্কো।

ওই সময় রুশ প্রেসিডেন্ট পুতিন সাফ জানিয়ে দেন, ‘তুরস্ক ক্ষমা প্রার্থনা না করলে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে না। ’

তারপর থেকে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলে আসছিলো। দীর্ঘ সাত মাস পর তুরস্ক ওই ঘটনার জন্য দু‍ঃখ প্রকাশ করে রাশিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেছে বলে খবরে বলা হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।