ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৩৯ সেকেন্ডে ১০০ বেলুন ফাটালো কুকুরছানা! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
৩৯ সেকেন্ডে ১০০ বেলুন ফাটালো কুকুরছানা! (ভিডিও) সাজানো বেলুনের মাঝখানে টুইঙ্কি

ঢাকা: একেবারে ‘মা কা বেটি’ যেন। দ্রুত বেলুন ফাটানোর রেকর্ড আগে ছিল মা আনাস্তাসিয়ার দখলে।

সেই রেকর্ড এবার ভেঙে দিলো মেয়ে টুইঙ্কি!

মাত্র ৩৯ দশমিক ০৮ সেকেন্ডে একনাগাড়ে ১০০টি বেলুন ফাটিয়েছে সে। কুকুরছানার এই বিস্ময়কর রেকর্ডের স্বীকৃতি দিয়ে ফেলেছে গিনেস ওর্য়াল্ড রেকর্ডস বুক কর্তৃপক্ষও।

সম্প্রতি গিনেস কর্তৃপক্ষের সামনে এই রেকর্ড গড়ে টুইঙ্কি। টুইঙ্কিদের বাড়ি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তাদের মালিকের নাম অভিজ্ঞ কুকুর প্রশিক্ষক ডরি সিটারলি।


ডরি জানান, ২০১৫ সালে টুইঙ্কির মা আনাস্তাসিয়া একনাগাড়ে ৪১ দশমিক ৬৭ সেকেন্ডে ১০০ বেলুন ফাটিয়ে রেকর্ড গড়েছিল। এবার গিনেস কর্তৃপক্ষের সামনে টুইঙ্কি তার মায়ের রেকর্ড ভেঙে শত বেলুন ফাটিয়েছে মাত্র ৩৯ দশমিক ০৮ সেকেন্ডে।  

এই বেলুন এতো দ্রুত ফাটাতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা। লাফিয়ে-ঝাঁপিয়ে টুইঙ্কির বেলুন ফাটানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।