ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় মিনিবাসে বোমা হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
সোমালিয়ায় মিনিবাসে বোমা হামলা, নিহত ১৮

ঢাকা: সোমালিয়ার রাজধানীর মোগাদিসু থেকে ২০ কিলোমিটার পশ্চিমে লাফেল এলাকায় একটি মিনিবাসে বোমা হামলা হয়েছে। এ ঘটনায় ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৩০ জুন) এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

আবিদ কাদির নামে ওই পুলিশ কর্মকর্তা জানান, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণেল ঘটানো হয়। এ সময় মিনিবাসে থাকা ১৮ জন যাত্রী পুড়ে মারা যান।

এ হামলার জন্য কেউ দায় স্বীকার করেনি। সম্প্রতি দেশটির একটি হোটেলে আল-শাবাব জঙ্গিদের হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
আরএইচএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।