ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ১০ অভিবাসী নারীর প্রাণহানি, উদ্ধার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ভূমধ্যসাগরে ১০ অভিবাসী নারীর প্রাণহানি, উদ্ধার শতাধিক

ঢাকা: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে একটি রাবার বোট (রাবারের তৈরি বিশেষ নৌকা) উল্টে ১০ নারী অভিবাসীর প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দু’টি পৃথক অভিযানে শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩০ জুন) এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র ক্যাপ্টেন কসিমো নিক্যাস্ট্র জানান, তাদের কোস্ট গার্ডের জাহাজটি ওই রাবার বোটসহ একই এলাকার অপর আরও একটি রাবার বোট থেকে ১০৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে।

অতিরিক্ত ভারে রাবার বোটে পানি উঠে ডুবতে শুরু করে। এ সময় বোটে লোকজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে দম বন্ধ হয়ে অথবা বোটটি উল্টে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

পরে কোস্ট গার্ডের সদস্যরা রাবার বোট থেকে ওই ১০ নারী অভিবাসীর মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬/আপডেট: ১৮৫০ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।