ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাঠমান্ডুতে দেয়াল ধসে প্রাণ গেলো ২ শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
কাঠমান্ডুতে দেয়াল ধসে প্রাণ গেলো ২ শিক্ষার্থীর

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি মাধ্যমিক স্কুলের দেয়াল ধসে অন্তত দুই শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন।

শুক্রবার (০১ জুলাই) কাঠমান্ডু তাউখেল এলাকার পুষ্প‍াঞ্জলি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় পুলিশ জানায়, দেয়াল ধসে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আহত অপর এক শিক্ষার্থীকে স্থানীয় বিঅ্যান্ডবি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আহত অন্য শিক্ষার্থীরা স্থানীয় পাটান হাসপাতাল ও বিঅ্যান্ডবি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।