ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা হামলায় নিহত বেড়ে ২৮১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
ইরাকে বোমা হামলায় নিহত বেড়ে ২৮১

ঢাকা:  ইরাকের রাজধানী বাগদাদের দু’টি বাণিজ্যিক এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদিলা হাম্মাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে রোববার (০৩ জুলাই) পৃথক এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় ওইসব এলাকায় অবস্থিত বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিলো আক্রান্তরা।

আদিলা হাম্মাদ জানান, এ হামলার ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এ ঘটনার পর নিহতদের মরদেহ শনাক্তে আক্রান্ত অন্তত ১৫০টি পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ইরাকের মানুষ। এ ঘটনার পর নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম আল-গাব্বান।

এ হামলার কিছুক্ষণ পরপরই দায় স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
আরএইচএস/এমএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।