ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন ‘নিপারতাক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৬
তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন ‘নিপারতাক’

ঢাকা: তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘নিপারতাক’। তবে প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

স্থানীয় সময় শুক্রবার (০৮ জুলাই) সকালে উপকূলে আঘাত হানে টাইফুনটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৪ কিলোমিটার।

বর্তমানে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে টাইফুনটি উত্তর-পশ্চিমে চীনের দিকে অগ্রসর হচ্ছে।  

টাইফুনের কারণে শনিবার (০৯ জুলাই) সকাল পর্যন্ত তাইওয়ানে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাইফুন নিপারতাক ২০১৫ সালে আঘাত হানা সুপার টাইফুন ‘সুদেলর’ এর চেয়েও শক্তিশালী।  

গত বছর অাঘাত হানা ওই টাইফুনে তাইওয়ানে কোটি কোটি ডলারের সম্পদের ক্ষয়ক্ষতি হয়। এছাড়া সুদেলরের আঘাতে তাইওয়ান ও চীনে প্রাণ হারান কমপক্ষে ৩৫ জন।

এদিকে টাইফুন নিপারতাকের কারণে বৃহস্পতিবার বিকেল ৬টার পর থেকে তাইওয়ানে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।  

পাশ্ববর্তী ফিলিপাইন ও চীনেও টাইফুনের প্রভাব পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।