ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুন ‘নিপারতাক’র প্রভাবে চীনে রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
টাইফুন ‘নিপারতাক’র প্রভাবে চীনে রেড অ্যালার্ট

ঢাকা: তাইওয়ানে ব্যাপক তাণ্ডব চালানোর পর চীনের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফনু ‘নিপারতাক’। সর্তকতা হিসেবে চায়না স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশন (এসওএ) চীনের উপকূলে বছরের প্রথম রেড অ্যালার্ট জারি করেছে।

টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় লোকজনকে সর্তক করা হয়েছে। কোথাও সমুদ্রের ঢেউ ৯ মিটার পর্যন্ত আছড়ে পড়তে পারে বলে ধারণা করছে এসওএ।

গতিপথ চীনের দিকে মোড় নেওয়ার আগে তাইওয়ানে ব্যাপক তাণ্ডব চালায় ‘নিপারকতাক’। এতে দেশটিতে ৩ জনের প্রাণহানি ও অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সময় শুক্রবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় এটি তাইওয়ান উপকূলে আঘাত হানে। প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি। উপড়ে পড়ে গাছপালা। বন্ধ রাখা হয় প্রায় ৬শ’ ফ্লাইট।

এদিকে, টাইফুনের প্রভাবে প্রবল বর্ষণ ও বন্যায় গত কয়েকদিনে চীনের বিভিন্ন এলাকায় অন্তত ১৬০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৮ জন।

চায়না স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ফুজিয়ান প্রদেশের সমুদ্রের ঢেউ ১৫০ সেন্টিমিটার (প্রায় ৫ ফুট)
পর্যন্ত উঠতে পারে। এজন্য সব ধরনের জাহাজকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

শনিবার (০৯ জুলাই) দুপুর নাগাদ এটি ফুজিয়ান প্রদেশের জিয়ামেন ও পুতিয়ান এলাকার মধ্যবর্তী স্থানে আছড়ে পড়তে পারে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।