ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে যৌথ অভিযানে হিজবুল মুজাহিদ্দিন কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
ভারতে যৌথ অভিযানে হিজবুল মুজাহিদ্দিন কমান্ডার নিহত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে সন্ত্রাসী গ্রুপ হিজবুল মুজাহিদ্দিন কমান্ডার বুরহান মুজাফফার নিহত হয়েছেন।  

শনিবার (০৯ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (০৮ জুলাই) বিকেলে অনন্তাগ এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মুজাফফার ও তার সঙ্গীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে মুজাফফার ও তার দুই সঙ্গী নিহত হন।

এদিকে এ ঘটনায় কাশ্মীরের দক্ষিণে সাধারণ জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ জনতার সংঘর্ষ হয়। পরে শ্রীনগরের বেশ কিছু এলাকায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে রাজ্যের বেশকিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।  

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত মুজাফফার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে কর্মী সংগ্রহের প্রচারণা চালাচ্ছিলেন। তার অবস্থান জানাতে পারলে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলো ভারত সরকার।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা,জুলাই ০৯, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।