ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস’র লোকেরা ‘জাহান্নামের কুকুর’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
আইএস’র লোকেরা ‘জাহান্নামের কুকুর’

ইসলামিক স্টেট কিংবা আইএসের লোকজনকে জাহান্নামের কুকুর বলে অভিহিত করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতা আসাদউদ্দিন ওয়েইসি।

বিশ্ব জুড়ে এই সংগঠনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এরা ইসলামের শত্রু।

আইএসকে সমূলে উৎখাত করতে হবে।

আইএস এর কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের হায়দরাবাদে একটি প্রতিবাদ সভায় এই আহ্বান জানান ওয়েইসি।

আইএসকে তাত্ত্বিকভাবে মোকাবিলার লক্ষ্যে আয়োজিত ওই সভার খবর দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ওয়েইসি ছাড়াও ওই সভায় বিভিন্ন মুসলিম গোষ্ঠীর ধর্মগুরুরাও উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই আইএসকে ইসলামের শত্রু বলে চিহ্নিত করে তা সমূলে উৎখাত করার ডাক দেন।

এআইএমআইএম প্রধান ওয়েইসি তার বক্তব্যে আরও বলেন, আবু বকর আল বাগদাদিকে হাতে পেলে টুকরো টুকরো করে দেওয়া হবে।

তিনি তরুণ সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘তোমরা ইসলামের জন্য বাঁচো, মানবতার জন্য বাঁচো, মৃত্যুবরণ করো না। ’

বাংলাদেশ সময় ১০১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।