ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের রাশিদিয়া মার্কেটে বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ইরাকের রাশিদিয়া মার্কেটে বিস্ফোরণে নিহত ১১

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত রাশিদিয়া নামে একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে এ ঘটনা বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ইরাকের বাগদাদ এবং দিয়ালা প্রদেশের মধ্যবর্তী ওই বাজারে বিস্ফোরণের এ ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি। বাজারটি কাঁচা সবজির বলেও জানায় সংবাদমাধ্যম।

তবে ইরাকে বিভিন্নস্থানে হামলার দায় প্রায়ই স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

সম্প্রতি বাগদাদে গাড়ি বোমা হামলায় ৩০০’র বেশি মানুষ নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
আরএইচএস/জেডএস

***ইরাকের রাশিদিয়া মার্কেটে গাড়ি বোমা হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।