ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশিদের সাহায্য করতে ফ্রান্সের নিস শহরে হেল্প ডেস্ক চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
বাংলাদেশিদের সাহায্য করতে ফ্রান্সের নিস শহরে হেল্প ডেস্ক চালু

ঢাকা: ফ্রান্সের নিস শহরের বাংলাদেশি নাগরিকদের খোঁজ খবর নিতে এবং তাদের প্রয়োজনীয় সহায্য দিতে প্যারিসে বাংলাদেশ দূতাবাসে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। ফরাসিদের বাস্তিল দিবসে দেশটির দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বৃহস্পতিবার (১৪ জুলাই) ট্রাক হামলায় ৭৫ জন নিহত হওয়ার পরপরই এ হেল্প ডেস্ক চালু করা হয়।

ওই হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।

তিনি এক বিবৃতিতে ফরাসি জনগণের পাশে বাংলাদেশিরা সব সময় ছিলো এবং আছে বলে উল্লেখ করেন।

অপরদিকে, এ হামলায় এখনও কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ট্রাক হামলার ঘটনায় হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিকের খোঁজ পাওয়া গেলে দূতাবাসের হেল্প ডেস্কের নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত।

ঠিকানাটি হলো- +33 (0)1-46 51 90 33
[email protected]

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।