ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে জনতার ওপর সন্ত্রাসী ট্রাক-হামলায় নিহত বেড়ে ৮৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
ফ্রান্সে জনতার ওপর সন্ত্রাসী ট্রাক-হামলায় নিহত বেড়ে ৮৪ ছবি- সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে জনতার ওপর দ্রুতগতির ট্রাক-হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।

এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও শ’খানেক মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে শহরের বাসিন্দারা বাস্তিল দিবস উদযাপন করার সময় এ হামলার ঘটনা ঘটে।

এদিকে এ হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে দেশটিতে জরুরি অবস্থা আরও তিন মাস বাড়ানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে দেশটির বহু লোক ছিলেন রাস্তায়। এ সময় দ্রুতগতির ট্রাকটিকে চালক ইচ্ছা করেই জনতার ওপর উঠিয়ে দেন। শহরের বিখ্যাত প্রমেনেদ দে আঁগলাইস এ হর্ষোৎফুল্ল জনতা যখন আতশবাজি পুড়িয়ে আনন্দ উদযাপনে মত্ত তখনই ট্রাকচালক এই সন্ত্রাসী কাণ্ড ঘটান। এ সময় স্থানীয় পুলিশ ট্রাক চালককে গুলি করলে ঘটনাস্থলে নিহত হন তিনি।

পরে ট্রাকে অভিযান চালিয়ে গ্রেনেডসহ রাইফেল উদ্ধার করে পুলিশ। জানা যায়, হামলার কয়েকদিন আগে সাদা রঙের ওই ট্রাকটি ভাড়া নিয়েছিলো হামলাকারী।

স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়, হামলাকারী তিউনিসীয় বংশোদ্ভূত। ৩১ বছর বয়সী ওই যুবক নিরীহ মানুষের ওপর দিয়ে প্রায় দু’কিলোমিটার পর্যন্ত আঁকাবাঁকাভাবে ট্রাকটি চালিয়ে নিয়ে যায়।

এদিকে এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে শহরের বাসিন্দাদের রক্ত দানের জন্য আহ্বান জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো।

এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তবে এ ঘটনার পরপরই আনন্দ উচ্ছাস করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা, দাবি আইএসের কথিত মুখপত্র আমাকের।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
আরএইচএস/জেডএস

আরও পড়ুন-

নিসের ঘটনায় বিশ্বনেতাদের শোক ও নিন্দা

‘অন্ধকারে ট্রাকের হেডলাইট নিভিয়ে হামলা চালানো হয়’

** ফ্রান্সে জনতার ওপর সন্ত্রাসী ট্রাক-হামলা, নিহত বেড়ে ৮০

** ফ্রান্সে জরুরি অবস্থা আরো ৩ মাস বৃদ্ধি

** নিস শহরে হামলাকারী চালক তিউনিসীয় বংশোদ্ভূত

** হামলাকারী ট্রাকচালক পুলিশের গুলিতে নিহত

** বাংলাদেশিদের সাহায্য করতে ফ্রান্সের নিস শহরে হেল্প ডেস্ক চালু

** ফ্রান্সে জনতার ওপর সন্ত্রাসী ট্রাক-হামলা, নিহত ৭৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।