ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
ফ্রান্সে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ঢাকা: ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন দিনের (১৬-১৮ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মেনুয়াল ভালস।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে ওই হামলার পর শুক্রবার (১৫ জুলাই) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ শোক ঘোষণা করেন।

 

সেই সঙ্গে গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় ফ্রান্সে জারি করা জরুরি অবস্থা আরো তিন মাস বৃদ্ধিরও ঘোষণা দেন তিনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের এ হামলায় এখন পর্যন্ত (দুপুর ৩টা) ৮৪ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৫০ জন শিশুসহ শ’খানেক মানুষ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।