ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দার্জিলিংয়ে প্রণবের বহরের গাড়ি খাদে, আহত ৬

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
দার্জিলিংয়ে প্রণবের বহরের গাড়ি খাদে, আহত ৬

ঢাকা: দার্জিলিং সফর শেষে দিল্লি ফেরার পথে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।

শুক্রবার (১৫ জুলাই) স্থানীয় সময় সকালে জেলার বাগডোগরায় বিমান ধরার জন্য গাড়িবহর নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এতে ছয়জন নিরাপত্তাকর্মী আহত হন, তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে এতে রাষ্ট্রপতি অক্ষত রয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ওই এলাকার পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এর ঠিক পেছেনের গাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনা বিষয়ে টুইটও করেছেন প্রণব মুখার্জি। বলেছেন, তিনি সুস্থ আছেন। কাল থেকে ফের কাজে নিয়োজিত হবেন।

এর আগে, তিনদিনের সফরে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা সফর করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

***দার্জিলিং সফর করবেন প্রণব মুখার্জি

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।