ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছবিতে তুরস্কের সামরিক বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
ছবিতে তুরস্কের সামরিক বাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টা ছবি- বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে সংগৃহীত

শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল থেকে আত্মসমর্পণ করতে শুরু করেন তুরস্কের সরকার উৎখাতের চেষ্টাকারী সামরিক বাহিনীর সদস্যরা।

তুরস্কের আতাতুর্ক এয়ারপোর্টে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করছে সরকার উৎখাতের চেষ্টাকারী সামরিক বাহিনীর একাংশ।

এশীয় ও ইউরোপীয় অংশের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলো বন্ধ করে দেন সেনা সদস্যরা। এ সময় তারা সামরিক গাড়ি ব্যবহার করে দুই স্তরের বেরিকেড তৈরি করেন।

সরকার উৎখাতের চেষ্টাকারী সামরিক বাহিনীর সদস্যরা দখল করে নেয় সরকারি টেলিভিশন। এ সময় সেখানে অবস্থানকারী বেসামরিক লোকেরা নিরাপদ আশ্রয় হিসেবে বিভিন্ন যানবাহনের পাশে অবস্থান নেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬

আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।