ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এমএইচ ৩৭০ এর ধ্বংসাবশেষের উদ্ধার অভিযান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এমএইচ ৩৭০ এর ধ্বংসাবশেষের উদ্ধার অভিযান স্থগিত

ঢাকা: মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ ৩৭০ এর ধ্বংসাবশেষের উদ্ধার অভিযান স্থগিত করেছে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে কুয়ালালামপুরে এক বৈঠক করেন মালয়েশিয়া, চীন এবং অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীরা। এ সময় উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।

তারপর এক বিবৃতিতে জানানো হয়, যদি চলমান উদ্ধার এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া না যায় অথবা গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হবে। তবে অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।

২০১৪ সালের মার্চে ২৩৯জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ ফ্লাইটটি।

এমএইচ ৩৭০ ভারত মহাসাগরের দক্ষিণে ভূপাতিত হয়েছিল বলে জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।