ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভারি বর্ষণে ৮৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
চীনে ভারি বর্ষণে ৮৭ জনের প্রাণহানি

ঢাকা: চীনে ভারি বর্ষণে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যা ও ভূমিধসে বসতবাড়ি হারিয়েছেন লক্ষাধিক মানুষ।

উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ৭২ জন। সেখানে নিখোঁজ রয়েছেন আরও ৭৮ জন। এছাড়া প্রদেশের ৫০ হাজারেরও বেশি বসতবাড়ি ভেসে গেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

হেবেই ছাড়াও উত্তরাঞ্চলীয় হেনান প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত হয়েছেন ১৫ জন। নিখোঁজ রয়েছেন আটজন। এছাড়া সেখানে ঘরবাড়িহারা হয়েছেন অন্তত ৭২ হাজার মানুষ।  

টানা ভারি বর্ষণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে চীনের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে। বন্যায় প্রায় দেড় মিলিয়ন হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।  
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৩,২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।