ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পানশালায় গুলিতে নিহত ১, আরও হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
যুক্তরাষ্ট্রে পানশালায় গুলিতে নিহত ১, আরও হতাহতের আশঙ্কা

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি বারে (পানশালা) গুলি ছোড়া হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

আরও বেশ ক’জনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৪ জুলাই) এক টুইটার বার্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

আরটি জানায়, স্থানীয় সময় রোববার দিনগত রাত ২টার দিকে ওহাইওর হ্যামিলটন শহরের ‘ডাবলস বারে’ এ গুলি ছোড়া হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
আরএইচএস/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।