ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগারে আদিবাসী শিশুদের ওপর নির্যাতনের ভিডিও ফাঁস অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
কারাগারে আদিবাসী শিশুদের ওপর নির্যাতনের ভিডিও ফাঁস অস্ট্রেলিয়ায়

ঢাকা: অস্ট্রেলিয়ার কারাগারে আটক আদিবাসী শিশুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে সে দেশের কারারক্ষীদের বিরুদ্ধে।

আদিবাসী অ্যাবোরিজিনাল এসব শিশু-কিশোরকে নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার প্রেক্ষিতে নতুন করে প্রশ্নের সম্মুখীন হয়েছে দেশটির মানবাধিকার পরিস্থিতি।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, কয়েকজন আদিবাসী কিশোরকে কাপড় দিয়ে মুখ মুড়িয়ে অর্ধনগ্ন অবস্থায় চেয়ারের সঙ্গে বেঁধে রাখছেন কারারক্ষীরা।

এছাড়া মুখে টিয়ার গ্যাসের ধোঁয়া দিয়ে এ সময় তাদের নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল কারাগারে শিশু-কিশোরদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের আচরণের ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত সোমবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) সিসিটিভিতে ধারণকৃত ওই নির্যাতনের ভিডিও ফুটেজ প্রকাশ করে।

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির একটি কিশোর শোধনাগারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সিসিটিভির ভিডিওতে আরও দেখা গেছে, রক্ষীরা আদিবাসী কিশোরদের নির্যাতনের পাশাপাশি তাদের উদ্দেশ্য করে নানা ধরনের বিদ্রুপ ও বর্ণবিদ্বেষী মন্তব্য করছে।

অস্ট্রেলিয়ার আদিবাসীদের ওপর নির্যাতনের ঘটনা নতুন নয়। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী নানাভাবে আদিবাসী অ্যাবোরিজিনালদের হয়রানি করে থাকে।

অ্যাবোরিজিনালরা অস্ট্রেলিয়ার জনসংখ্যার মাত্র তিন শতাংশ হলেও দেশটির কারাগারে বন্দিদের এক তৃতীয়াংশই অ্যাবোরিজিনাল।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।