ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার জোড়া হামলায় অর্ধশতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
সিরিয়ার জোড়া হামলায় অর্ধশতাধিক নিহত ছবি- সংগৃহীত

ঢাকা: সিরিয়ার দক্ষিণাঞ্চলের আল কামিশলি শহরে ইসলামিক স্টেট (আইএস) এর জোড়া বোমা হামলায় নিহত বেড়ে ৫০ জনে পৌঁছেছে। এ হামলার ঘটনায় আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও বেশ কয়েকজন।

এছাড়া এ হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৭ জুলাই) দেশটির তুরস্ক সীমন্তের ওই শহরে হামলার ঘটনাটি ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

বুধবার কামিশলি শহরে একটি বিস্ফোরকবাহী ট্রাক দিয়ে প্রথম হামলাটি চালানো হয়। এরই কয়েক মিনিটের মাথায় একই এলাকায় বিস্ফোরক দিয়ে মোড়ানো একটি মটোরসাইকেল দিয়ে দ্বিতীয় হামলা চালানো হয়।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দেশটির সরকারি ভবনের কাছে অবস্থিত কুর্দিশ পুলিশ সেন্টারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এদিকে ইন্টারনেটে প্রকাশিত ছবিতে দেখা যায়, জোড়া বিস্ফোরণের কারণে ঘটনাস্থল এবং এর আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে বেশ কয়েকটি বহুতল ভবন।  

হামলার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
টিআই/আরএইচএস

***সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৩১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।