ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানির জির্নডর্ফ শহরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
জার্মানির জির্নডর্ফ শহরে বিস্ফোরণ

ঢাকা: জার্মানির বাভারিয়া শহরের নুরেমবার্গের জির্নডর্ফে একটি অভিবাসী সেন্টারের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২৭ জুলাই) দেশটির পুলিশ ও প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, জির্নডর্ফে একটি অভিবাসী সেন্টারের ২০০ মিটার দূরে একটি বাগানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট আওয়াজ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে একটি পুড়ে যাওয়া ব্রিফকেস উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে ব্রিফকেসের ভেতর বোমা জাতীয় কোনো বস্তু ছিলো।

প্রতক্ষ্যদর্শীরা আরও জানিয়েছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশ থেকে বেশ কয়েকজনকে দৌড়ে যেতে দেখেছেন তারা।

বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।

প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬/আপডেট: ২১১৮ ঘণ্টা
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।