ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
তুরস্কে দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার পদত্যাগ

ঢাকা: তুরস্কের সেনাবাহিনীর উচ্চপদস্থ ২ সেনা কর্মকর্তা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তাৎক্ষণিক তাদের অব্যাহতির কারণ জানা যায়নি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে বুধবার (২৭ জুলাই) দেশটির সেনাবাহিনীর প্রায় এক হাজার ৭০০ সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেশটির প্রশাসন। এরই একদিন পর এ ঘটনা ঘটলো।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়া দুই সেনা কর্মকর্তা দেশটির ল্যান্ড ফোর্সের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন।

বুধবার ১৪৯জন জেনারেল এবং অ্যাডমিরালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যূত্থান চেষ্টার পর দেশটিতে দমন-পীড়ন চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান। সেনা অভ্যূত্থান ঘটনার পর থেকে এ পর্যন্ত সেনাসহ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিচারকসহ সাধারণ নাগরিকও।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।