ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লেটস রোওর ফর হিলারি, গাইলেন কেটি পেরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
লেটস রোওর ফর হিলারি, গাইলেন কেটি পেরি

ডিএনসি লাইভ: যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের মঞ্চে দাঁড়িয়ে হার্টথ্রব পপ তারকা কেটি পেরি ঘোষণা দিয়েছেন তিনি ভোট দেবেন হিলারি ক্লিনটনকে।

ফিলাডেলফিয়ায় কনভেনশনের চতূর্থ সন্ধ্যায় কেটি পেরি যখন মঞ্চে ওঠেন তখন হাজারো জনতা ফেটে পড়ে উল্লাসে।

কেটি পেরি তার সেরা দুই গান ‘রাইজ’ ও ‘রোওর’ এর প্যারোডি করে গেয়ে শোনান তাদের।

হিলারিকে উদ্দেশ্য করে কেটি পেরি গাইলেন, ‘ডোন্ট বি সারপ্রাইজ, সি ইউজ টু রাইজ’ আর ‘লেটস রোওর ফর হিলারি’।

কেটি বলেন, সেই আইওয়া থেকেই আমি হিলারিকে ভোট দিয়ে আসছি। আর আপনারা কেনো তাকে ভোট দেবেন, তা বুঝতে হলে ভিজিট করুন হিলারিক্লিনটন.কম।

এই মঞ্চে কিছুক্ষণের মধ্যেই ঐতিহাসিক ভাষণ দিতে যাচ্ছেন হিলারি ক্লিনটন।

তবে তার আগে এই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে ভাষণ দিচ্ছেন হিলারির মেয়ে চেলসি ক্লিনটন।
বাংলাদেশ সময় ০৮০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।