ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিজেকে গর্বিত কন্যা ও গর্বিত আমেরিকান দাবি করলেন চেলসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
নিজেকে গর্বিত কন্যা ও গর্বিত আমেরিকান দাবি করলেন চেলসি

ঢাকা: ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ঐতিহাসিক ভাষণের প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে তার কন্যা চেলসিয়া ক্লিনটন জানালেন একজন ডেমোক্রাট, আমেরিকান, কন্যা ও মাতা হিসেবে তিনি গর্বিত।

এই প্রথম কোনও রাজনৈতিক কর্মসূচিতে কথা বললেন চেলসি ক্লিনটন।

তিনি বলেন, আমার মা শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তার সাধ্যের সবটাই করেছেন এবং তা নিশ্চিত করেছেন। হিলারি ক্লিনটন এমন একজন মানুষ যে প্রথম শোনে এরপর কাজ করে।

তিনি একজন ন্যয়পরায়ণ, একজন মানুষ যিনি ভালোবাসেন।

চেলসি বলেন, এই নভেম্বরে আমি দেশের প্রথম নারী প্রেসিডেন্টের জন্য ভোট দেবো। আমি এমন একজনকে ভোট দেবো যিনি জলবায়ূ পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, যার অন্যতম লড়াই ‘অস্ত্র নিয়ন্ত্রণের’ জন্য।

হিলারি এমন একজন যিনি মনে করেন নারীর অধিকার একটি মানবাধিকার, এলজিবিটি’র অধিকার একটি মানবাধিকার।

চেলসি বলেন, আমি এমন একজনকে ভোট দেবো যিনি কোনও কিছুকে কখনো ছেড়ে যান না।

তিনি আমাকে গর্বিত করেছেন, প্রতিটি দিন আমি গর্বিত।

বাংলাদেশ সময়: ০৮১১ ‍ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।