ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়া অস্ত্রধারীর হামলা, দুই পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
ক্যালিফোর্নিয়া অস্ত্রধারীর হামলা, দুই পুলিশ আহত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোতে পুলিশের ওপর হামলা চালিয়েছে অস্ত্রধারী। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ ও লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি। হামলার ঘটনায় কতজন অস্ত্রধারী রয়েছে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শুক্রবার (২৯ জুলাই) দেশটির নিরাপত্তা বাহিনীর এক টুইটার বার্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের ঘরের মধ্যে অবস্থানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যদের স্থানীয় স্ক্রিপস মারসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।