ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পেশোয়ারে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
পেশোয়ারে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, আহত ৩

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ট্রাফিক পুলিশের সদস্য।

শুক্রবার (২৯ জুলাই) পেশোয়ারের চারসাদ্দা বাস টার্মিনালের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমধ্যমগুলো।

খবরে বলা হয়, আহতদের স্থানীয় পেশোয়ার লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণের পর আক্রান্ত এলাকা ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযানও শুরু হয়েছে।

দুই থেকে আড়াই কেজি ওজনের বোমা রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিলো বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।