ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটনে পার্টিতে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
ওয়াশিংটনে পার্টিতে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ ৫

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্নোহোমিশ কাউন্টিতে একটি পার্টি চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ  হয়েছে।

সিয়াটল নগরীর অদূরে মুকিলটেওয়ে এ হামলা চালানো হয়।

পুলিশের বরাত দিয়ে শনিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

সংবাদমাধ্যমটি জানায়, স্কুল বা কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ওই পার্টিতে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে বন্দুকধারী। এতে এ পাঁচজন গুলিবিদ্ধ হয়। এ সংখ্যা আরও বাড়তে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মুকিলটেও শহরটির অবস্থান ওয়াশিংটন রাজ্যের পশ্চিম উপকূলীয় বন্দর নগরী সিয়াটলের অদূরে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬/আপডেট: ১৫৩৯
আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।