ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ১ আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, নিহত ১ আহত ৩ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা হয়েছে। এবার টেক্সাস অঙ্গরাজ্যে অস্ত্রধারীর গুলিতে প্রাণ গেছে এক নারীর।

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যেতে হয়েছে আরও তিনজনকে।

স্থানীয় সময় শনিবার (৩০ জুলাই) রাতে টেক্সাসের রাজধানী অস্টিনে এ হামলা চালানো হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে এক নারী তৎক্ষণাৎ নিহত হয়েছে বলে খবর মিলেছে। আহত তিনজনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে অস্টিন পুলিশ লোকজনকে শহরের প্রাণকেন্দ্র এড়িয়ে চলতে বলেছে। পুলিশের দাবি, শহরে পৃথক দু’টি স্থানে একইসময়ে গুলি ছোড়া হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে

এর আগে শনিবারই (৩০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ওয়াশিংটনে একটি পার্টি চলাকালে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে।  

তারও আগে ৭ জুলাই টেক্সাসেরই ডালাস নগরীতে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও ১১ জন পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬/আপডেট ১৪৩২ ঘণ্টা
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।