ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবন ধসে নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
মুম্বাইয়ে ভবন ধসে নিহত বেড়ে ৮

ঢাকা: ভারতের মুম্বাই শহরের ভিবান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অন্তত ২০ জন আটকা পড়েছেন।

রোববার (৩১ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।  

স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

ভিবান্দি নিজামপুরা পৌরসভার এক কর্মকর্তা জানান, ধসে পড়া ভবনটি আগে থেকেই ‘ঝুঁকিপূর্ণ’ ভবন গুলোর তালিকায় ছিল। এছাড়া ভবনটির মালিকের কাছে একটি সতর্কীকরণ নোটিশ পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

এদিকে ভবনটি ধসের পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ৩১,২০১৬
টিআই/আরএইচএস

***মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।