ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যায় যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড কাউন্টিতে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
বন্যায় যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড কাউন্টিতে জরুরি অবস্থা

ঢাকা: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের হাওয়ার্ড কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। দেশটির এলিকট সিটি ও কলাম্বিয়ায় আকস্মিক বন্যার কারণে এ জরুরি অবস্থা জারি করা হয়।

স্থানীয় সময় শনিবার (৩০ জুলাই) রাতে এ জরুরি অবস্থার ঘোষণা দেন হাওয়ার্ড কাউন্টির অ্যাক্সিকিউটিভ আলান কিটেলম্যান।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আকস্মিক বন্যার কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একজন ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া এ পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ইলিকট সিটি থেকে ১২০ জনকে, ফনিক্স এম্পোরিয়াম এলাকা থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়।

এছাড়া ৮০ জনকে ভেসে যাওয়া যানবাহন থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে।

স্থানীয় আবহাওয়া অফিস সেখানকার নাগরিকদের উঁচু স্থান বা নিরাপদ স্থানে থাকার জন্য পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় উদ্ধার কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ৩১,২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।