ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

ঢাকা: দিল্লিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, হত্যা নিশ্চিতে ওই কিশোরীর ঘরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব দিল্লি পুলিশ।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) ঘর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্তের পর এটি হত্যা বলে নিশ্চিত করা হয়।

ওই কিশোরীর এক বন্ধুর সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে পৃথক দু’টি মামলাও করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।