ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এবার নগ্ন ছবিতে বিতর্কে ট্রাম্প স্ত্রী মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
এবার নগ্ন ছবিতে বিতর্কে ট্রাম্প স্ত্রী মেলানিয়া

ঢাকা: স্বামী-স্ত্রী দুজন মিলেই যেন পাল্লা দিয়েছেন বিতর্কে নামার। এদিক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে যেন ছাড়িয়ে যেতে চান তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প!

কপি-পেস্ট ভাষণের পর এবার নগ্ন হয়ে আলোচনায় মেলানিয়া।

রোববার (৩১ জুলাই) নিউ ইয়ার্ক পোস্টে তার ছাপা হওয়া নগ্ন ছবি নিয়ে অালোচনা নানা মহলে। তবে ফ্রান্সের একটি ম্যাগাজিনের ছবি পুনরায় ছেপেছে তারা; এতেই বিষয়টি নজরে আসে ঢের।

ছবিতে দেখা যায় ২৫ বছর বয়সী মেলানিয়াকে নগ্ন হয়ে দাঁড়াতে। এ ছবি যখন তোলা হয়েছিল তখন পুরেদমে জনপ্রিয় মডেল-অভিনেত্রী তিনি, থাকতেন স্লোভানিয়ায়। ১৯৯৫ সালে ম্যানহাটনে তোলা হয় ছবিটি। ফ্রান্সের এক ফটোগ্রাফার যা তুলে দিয়েছিলেন।

এই ছবিতে ফের বিতর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই ‘ফার্স্ট লেডি’।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।