ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে তিনজনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে তিনজনকে গুলি করে হত্যা

ঢাকা: যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইলখার্টে একটি বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে তিনজনকে গুলি করে হত্যা করেছে।

সোমবার (০১ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, তারা দুইজন যুবককে ওই এলাকার একটি বাড়িতে প্রবেশ করতে দেখেন। মূলত তারাই গুলি করে থাকতে পারে। নিহতরা সবাই পুরুষ।

দেশটিতে বারেবারে এমন হামলা চলছে। দুইদিন আগেই (শনিবার, ৩০ জুলাই) টেক্সাস অঙ্গরাজ্যে অস্ত্রধারীর গুলিতে প্রাণ গেছে এক নারীর। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যেতে হয়েছে আরও তিনজনকে। তারও আগে ৭ জুলাই টেক্সাসেরই ডালাস নগরীতে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও ১১ জন পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।