ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত ২৮

ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আলেপ্পো শহরে সরকার বিদ্রোহীদের পৃথক হামলায় ২৮ জন বেসামারিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ডজন খানেক মানুষ।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় এ হামলার ঘটনা ঘটেছে বলে সোমবার (০১ আগস্ট) বাংলাদেশ সময় দিনগত গভীর রাতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিশ্ব সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

সংস্থাটির প্রধান রামি আবদেল রাহমান বলেন, আলেপ্পোর আশেপাশে এলাকায় পৃথক হমলায় নিহতদের মধ্যে ছয় শিশু ও আট নারী রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
টিআই


 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।