ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘তুরস্কে অভ্যুত্থানে সমর্থন ছিল বন্ধু রাষ্ট্রগুলোর’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
‘তুরস্কে অভ্যুত্থানে সমর্থন ছিল বন্ধু রাষ্ট্রগুলোর’

ঢাকা: তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার (০২ আগস্ট) এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এরদোগান বলেছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তুরস্কের বন্ধু দেশগুলো চেয়েছিল এই অভ্যুত্থান সফল হোক। কিন্তু জনসাধারণ এটি হতে দেয়নি।

জুলাইতে দেশটিতে অভ্যুত্থান চেষ্টায় নিহত হন প্রায় ২৬৫ জন। এছাড়া গ্রেফতার ও বরখাস্ত হয়েছেন অন্তত হাজার আটেক মানুষ।

সামরিক বাহিনীতে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান এটিই প্রথম ছিল না। এর আগে আরও পাঁচবার ক্যু ঘটেছে সেখানে। এরমধ্যে ১৯৬০, ১৯৭১, ১৯৮০, ১৯৯৭ এবং ২০০৭ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।