ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া

ঢাকা: শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্র ছিলো ৫ দশমিক ১।

এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।

আন্তর্জাতিক সময়মান মঙ্গলবার (০৯ আগস্ট) দিনগত রাত ২টা ৫৭ মিনিটে এবং বাংলাদেশ সময় বুধবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হনে বলে বিশ্ব সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার আপার লেক থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং  নিস শহর থেকে উত্তর-উত্তর পূর্ব দিকে ভূমিকম্পটি আঘাত হনে। এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে।

‍বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।