ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৮২ হাজার মানুষকে নিরাপদে সরতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৮২ হাজার মানুষকে নিরাপদে সরতে নির্দেশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাজন পাস পাহাড়ি এলাকায় দাবানলের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৯ হাজার একর ভূমির গাছপালা পুড়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় ৮২ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে নিরাপদে সরতে বলা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মঙ্গলবার স্যান বার্নাডিনো কাউন্টির সাজন পাস পাহাড়ি এলাকায় প্রচণ্ড তাপদাহে সকাল সাড়ে ১০টা দাবানলের সূত্রপাত হয়। বাতাসের প্রভাবে যা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এতে বেশ কিছু ভবনেও অগ্নিকাণ্ড হয়। এ সময় আগুনের শিখা ও আকাশে ছাই উড়তে দেখা যায়। এ ঘটনায় নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় দু’টি প্রধান সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি বাউন স্যান বার্নাডিনো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।