ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ সন্ত্রাসী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপবারা জেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) কুপবারা জেলার তাংধর এ বন্দুকযুদ্ধ হয়। সেনাবাহিনীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দুপুরে এ খবর দিয়েছে।

সেনাবাহিনী বলছে, নিহত ৩ সন্ত্রাসী গত ১৯ আগস্ট তাংধরে বিএসএফ ক্যাম্পে চালানো হামলায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ওই হামলায় ৩ বিএসএফ জওয়ান আহত হয়েছিলেন।

ভারতীয় সেনাবাহিনী আরও জানায়, বন্দকযুদ্ধের পর ওই এলাকায় আরও জোরালো অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।